২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-১০, বাংলা

হাতি আর শিয়ালের গল্প, কবিতা : ফুটবল খেলোয়াড়
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘হাতি আর শিয়ালের গল্প’ থেকে আরো ১টি এবং ‘কবিতা : ফুটবল খেলোয়াড়’ থেকে ১টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
হাতি আর শিয়ালের গল্প
প্রশ্ন : ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
(ক) বিদ্যুৎ চমকালে ---- কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
দিগন্তের, অহঙ্কার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড , হুঙ্কার, মেদিনি, তটস্থ , শঙ্কিত
(খ) ---- পতনের মূল।
(গ) কী হয়েছে, এত ---- হয়ে আছ কেন?
(ঘ) বনের সিংহ ---- দিলে মানুষের মনে ভয় জাগে।
(ঙ) নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ---- বাধিয়ে দিয়েছে।
(চ) ---- ওপারে কী আছে কেউ জানে না।
(ছ) মেজাজ ---- বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।
(জ) তুমি এত ---- কেন? কী হয়েছে?
উত্তর : ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা হলো-
(ক) বিদ্যুৎ চমকালে মেদিনি কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
(খ) অহঙ্কার পতনের মূল।
(গ) কী হয়েছে, এত তটস্থ হয়ে আছ কেন?
(ঘ) বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে।
(ঙ) নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাধিয়ে দিয়েছে।
(চ) দিগন্তের ওপারে কী আছে কেউ জানে না।
(ছ) মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।
(জ) তুমি এত শঙ্কিত কেন? কী হয়েছে?

কবিতা : ফুটবল খেলোয়াড়
প্রশ্ন : প্রভাতবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন?
উত্তর : জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। আর খেলায় জিততে হলে প্রয়োজন নিয়মিত কঠোর অনুশীলন। প্রভাতবেলায় মাঠে অনুশীলনে যাওয়ার কারণে ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে।


আরো সংবাদ



premium cement
সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১১০০ সেনা হতাহত হয়েছে : দাবি সিউলের ভারতে পাচারের সময় দর্শনা সীমান্তে দুই যুবতী উদ্ধার মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে নতুন মুখ জ্যাকবস চাঁদপুরে জাহাজ থেকে উদ্ধার আরো ২ জনের মৃত্যু সিরিয়ার শাসকদের সাথে সরাসরি যোগাযোগ নেই : ইরান কারো সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পেঁয়াজ বীজ সরবরাহ মার্সেল সিওলাকু পুনরায় রোমানিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত

সকল